চারদিকে পানি আর পানি, তবু পানির জন্যই হাহাকার


প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ আগস্ট ২৭, ১০:৪০ পূর্বাহ্ন

যে দিকে চোখ যায় শুধু পানি আর পানি। তবুও সবাই পানির জন্যই হাহাকার করছেন। অপেক্ষা করছেন কখন এক বোতল খাবার পানি আসবে। কুমিল্লার বন্যা কবলিত এলাকার দৃশ্য এরকমই। বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার জন্য ফেসবুকেও পোস্ট দেওয়া হচ্ছে কিছুক্ষণ পরপরই।

গত দুই দিন কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে, বন্যা কবলিত মানুষ, সেচ্ছাসেবী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২২ আগস্ট গোমতীর বুড়বুড়িয়া এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হয় ওই উপজেলার বিস্তীর্ণ এলাকা। এতে পানিতে আটকা পড়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার প্রায় দুই লাখ মানুষ। আকস্মিক বন্যায় আক্রান্ত এলাকার অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে পারেননি। তাদের অনেকে অবস্থান নিয়েছেন বাড়ির ছাদে। অনেকে গলা সমান পানি ডিঙিয়ে বাড়িতেই রয়ে গেছেন।

তেমনই একজন ইছাপুরা গ্রামের গোলাম মোস্তফা। গত দুইদিন পানিবন্দী তিনি। গোলাম মোস্তফা বলেন, ‘পানিবন্দী হওয়ার পর কিছু খাবার পেয়েছি। কিন্তু খাবার পানি পাচ্ছি না। খাবার পানি না পাওয়ায় খুব কষ্ট পাচ্ছি। আমাদের বেঁচে থাকার জন্য খাবারের চেয়ে খাবার পানি বেশি জরুরি হয়ে পড়েছে।’

ত্রাণ পৌঁছায়নি নোয়াখালীর বন্যা দুর্গত অনেক এলাকায়ত্রাণ পৌঁছায়নি নোয়াখালীর বন্যা দুর্গত অনেক এলাকায়
শিকারপুর গ্রামের নাজমুল হাসান বলেন, ‘আমার বাবা ও ভাই তিন দিন ধরে একটি বাড়ির ছাদে অবস্থান নিয়েছেন। ভাই লিটন এক লিটার পানি নিয়ে ছাদে উঠতে পেরেছেন। সেখানে খাবার ও খাবার পানি কিছুই অবশিষ্ট নেই। সর্বশেষ আজ সকালে তাঁদের সঙ্গে যোগাযোগ হয়েছে। এখন কোনো খোঁজ পাচ্ছি না। তাদের মতো ওই গ্রামের ৪০০ থেকে ৫০০ মানুষ আটকা পড়ে আছেন।’

ভিক্টোরিয়া কলেজ থেকে আসা উদ্ধার কর্মী সোহরাব হোসেন শুভ বলেন, দুইদিন ধরে বুড়িচংয়ের পীরযাত্রাপুর, সাদেকপুর, আনন্দ নগর, ইছাপুর, ষোলনলে ত্রাণ বিতরণ করছি। খাবার পানির সংকটে মানুষ বেশি কষ্ট পাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা নাফিউর রহমান বলেন, ‘আমরা যেসব এলাকায় কাজ করছি তার বাইরেও অনেক এলাকা বাকি। আমরা যেখানেই যাচ্ছি সবাই পানি চাচ্ছে। খাবার পেলেও পানির অভাবে খেতে পারছে না অনেকে। কিছু এলাকায় পানিও পৌঁছায়নি। তবে আমরা সামগ্রিক যে সমস্যা দেখছি তা হলো পানি। চার দিকে পানি আছে। কিন্তু খাবার পানির সংকট খুবই বেশি। মানুষ পানি খেতে পারছে। অনেকে সিদ্ধ করে নোংরা পানি খাচ্ছে শুনেছি। এটা খুবই ভয়ংকর ব্যাপার। কারণ এতে তাদের স্বাস্থ্যের খারাপ অবস্থা হতে পারে। আমরা সবাইকে বলব আপনারা যারাই আসছেন পানি নিয়ে আসুন। বোট নিয়ে আসুন।’


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework